(৫১)


দীপজ্ঞানং যতো দদ্যাৎ কুর্যাৎ...(উপনিষদ)
    --------------------------------------


সাধনার দীপ জ্বেলে নাশো অন্ধকার
"দীক্ষা" শব্দের মূলকথা এই বোঝ সার।
  
.....................................................................


                     (৫২)


শান্তঃ বিনীত শুদ্ধাত্মা শ্রদ্ধাবান......(উপনিষদ)
      ----------------------------------------


আসল শিষ্য চেনা যায় বিশেষ কিছু গুণে
শান্ত-শুদ্ধ শ্রদ্ধাশীল বিনয়ী হবে মনে।
গুরু আজ্ঞা পালিবারে হবে সে তৎপর
ধৈর্যশীল হতে হবে স্মৃতিতে প্রখর।
কুলীন হবে সে শিষ্য কৌলসাধনায়
সংযমী ও চরিত্রবান গভীর নিষ্ঠায়।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।