এই বোশেখের ভর দুপুরে
ঝরছে আগুন অঝোর ঝরে
মরছে মানুষ মরছে পশু
দহন দাহের এই লহরে।


শুকনো আকাশ শুকনো বাতাস
বৃষ্টির কোন নেই যে আভাস
পাতালে জল নাগালে নেই
জলের জন্যে এ কি দুর-আশ।


নেবুর পাতা শুকিয়ে গেল
ঝিঙ্গে ফুল যে ঝিমিয়ে গেল
ঝরে গেল  আমের মুকুল
ধরার বুক যে ফেটে গেল।


জল দাও ঠাকুর জল চাই
স্নিগ্ধ শীতল বাতাস চাই
তোমার অপার করুণায়
নয় হবে হয়, হয় হবে নাই।