স্নান


গ্রীষ্ম-বর্ষা শরৎ-শীত
        সব ঋতুতেই
দিনে অন্ততঃ একবার
        স্নান করা চাই।


সাবান-তেল-চিরুনির
        যথার্থ ব্যবহার
শরীর নীরোগ রাখে
    ত্বকে আনে বাহার।


স্নানান্তে নিয়ম মত
       কর সূর্য প্রণাম
আনন্দে ভরবে মন
       শান্তি অবিরাম।


সুস্থ দেহে সুস্থ মন
    আত্মার অধিবাস
সর্ব কার্যে সিদ্ধি আনে
   মেটায় সব আশ।