আমি একা  তুমি একা
দু'জনেতে হল দেখা
                নীরব নিশিতে।
অরণ্যের মর্মর
নির্ঝরের ঝর্ঝর
              থামিল চকিতে।


প্রণত যূথিকা বীথি
গাহে যে প্রীতির গীতি
              অলক্ষ্যে চকোর।
পুলকিত সেই ক্ষণ
রোমাঞ্চিত দেহ মন
                 অধরে অধর।


সে যামীনি মধুক্ষরা
দু'জন দু'জনে হারা
          আনন্দে আবেশে।
শাশ্বত সে ভালোবাসা
মিটালো সকল আশা
           ভক্তিবীর্য রসে।


কাম নয় কাম নয়
মিথ্যা নয় এ প্রণয়
           এই ক্ষণ লাগি।
জন্মজন্মান্তর ধরে
কঠোর তপস্যা করে
          প্রেম অনুরাগী।