আমার মনের দু'টি ধারা
            দু' পথ ধরে চলে
একটির গতি উর্ধ্বগামী
             অন্যটির অতলে।


একটি বলে থাকব ভালো
             বাড়িয়ে আত্মবল
ঝড়-ঝ্ঞ্ঝা যতই আসুক
               থাকব সুনির্মল।


অন্য বলে যা ইচ্ছা তাই
             করব সুখের তরে।
কে দেখেছে কী বা আছে
                মরণের ওপারে।


বিবেক বলে লাগাম লাগাও
                 মনের কামনায়
মানুষ হয়ে এসেছো যখন
                হুঁশ রাখো চিন্তায়।


ভালো-মন্দ'র দোলায় দোলে
                   সতত এই মন
মন্দ ছেড়ে ভালোর পথে
                   চলাই যে জীবন।