কষ্টের কাঁটা বিছানো পথে
জীবন ভ'র চলতে পারি
যদি তুমি সঙ্গে থাকো।
দুঃখের অতল অর্ণবে
অহরহঃ ডুবতে পারি
যদি চরণে ধরে রাখো।


পথ আমার রক্তঝরা
অগ্নিক্ষরা, ক্ষুরধার,
ঝঞ্ঝ্যাবর্তে ঘেরা, চারিদিক
অমাবস্যার অন্ধকার।


লোকলাজে আঁখিজলে থাক লেখা
দগ্ধদীর্ণ হৃদয়ের কথা
চূর্ণ বিচূর্ণ হোক যত অহংকার,
মসীলিপ্ত হোক কীর্তিগাথা।


জানি, যবনিকা হয়নি এখনো
বাকী আছে আরো চিত্রহার
পথ শেষে প্রতীক্ষায় আছে
স্নিগ্ধ শান্তি আনন্দ অপার।


শুধু করজোড়ে করি নিবেদন
অনুনয় করি অনিবার
ছিঁড়ো না গো প্রণয়ের  হার
থেকো যেও শুধুই আমার।