বরষা নেই ফরসা আকাশ হাসছে ঝিঙ্গে ফুল
নদীগর্ভ দশ মাস যেন জলেতে টুলটুল।


জোনাকি জ্বলে বকুল তলে মনে প্রেমের দিয়া
কে দোলালো মর্ম আমার কে সে মরমিয়া।


চিনি চিনি চিনি যেন চেনা সে অচিন
ধরতে গেলে দেয় না ধরা বাজায় মনে বীণ।


সন্ধ্যাতারা সে চিতচোর আমার চিদাকাশে
পরাণ ভরে ডাকলে তারে পাসে এসে বসে।


কেমন করে প্রীতির ডোরে  বাঁধব আমি তারে
এই বিজনে সংগোপনে রাখব ধ্যানে ধরে।


কোন সে রথে চড়লে পথে দেখা পাব তার
থাকবে সাথে সকল সময় মনের মণিহার।