আসে দোল, কলরোল ওঠে গণ-মানসে
বাঙ্ময় চউদিক ভাসে মন রভসে।


রঙে রঙে রঙ-ময় বর্ণিল এ ধরা
গাছ পাতা আকুলতা সবেতেই রঙ ভরা।


রঙ ধরে কিশলয়ে গোধূলির বলয়ে
রঙে হাসে ফুলদল বুকভরা মধু নিয়ে।


রঙ লাগে মননে কিশোরের নয়নে
ফাগুনে আগুন লাগা পলাশের বিতানে।


দাও ঢেলে যত রঙ জমা আছে হৃদয়ে
অরূপে সে রূপাতীতে চিতচোর চিন্ময়ে।