চোর চোর চোর চোর এই দুনিয়ায় সবাই চোর
ছোট বড় সবাই আমরা করছি চুরি জীবন ভর।


কেউ বা রাতে চুরি করে পুকুর থেকে মাছ
কেউ বা পুকুর চুরি করে একেবারে নিলাজ।


পথে ঘাটে পকেট খালি করে পকেটমার
ব্যাঙ্কই কেউ খালি করে দেয় বিচার নেই তার।


লক্ষ  লক্ষ  বই  ছাপছে  বিষয় চুরি করে
কবিতা-গল্প চুরি আমরা করি ভাবের ঘোরে।


আমরা  এমন  বীরপুঙ্গব  এমন নীতিবান
রাঘব বোয়াল জাল কেটে যায় পুঁটির মারি জান।


লাশ ফেলে দিই ছোট্ট খুকির আম চুরির দায়ে
মেরে মেরে মেরে ফেলি চললে ডাঁয়ে বাঁয়ে।


গোমাংস খেলেই কেন প্রাণে পড়ে টান
মুরগী-ছাগল-ভেঁড়া-শূকর এদের নেই প্রাণ?


দৃষ্টি এখন ঝাপসা মোদের বুদ্ধি এখন বাঁধা
ছুটছে সবাই স্রোতের টানে মুক্তি কোথায় দাদা।


জাগো জাগো জাগো সবাই ভুলো ভেদ-বিভেদ
মানবতার জয়গান গাও মিটাও সকল ক্লেদ।


"মানুষ মানুষ ভাই ভাই" এই কথায় খাদ নেই
এইটুকুই শিক্ষা পেলে ঘুচবে বিপদ অচিরেই।