সেই চৈতী সাঁঝের বেলা
সূর্য তখন সিন্ধু কোলে
অস্ত যাবার বেলা
তুমি ও আমি দুজনে বসে
নির্জনে একেলা।


মনের কথা কীভাবে বলি
করছি ইতস্তত
তুমি বললে বল না কী
ভাবছ কেন এত?


পেটে আসে কথা মুখে আসে না
বুক ফাটে তবু ভাষা ফোটে না
এমন দ্বন্দ্বকালে
হাতদুটি তুমি রাখলে ধীরে
আমার করতলে।


সব কথা কি মুখে বলা যায়
চোখে চোখ রেখে তবু বোঝা যায়
জানি আমি কী বলতে চাও
তুমি ভালোবাসো আমায়।


সেদিন থেকে আমার মনের
আশার স্বর্ণলতা
তোমায় ঘিরে বেড়ে উঠেছে
ভাবেনি অন্য কথা।


আজ সূর্য ঢলে সন্ধ্যা ঘনায়
জীবন তরী মাঝ দরিয়ায়
খুঁজছে কর্ণধার
তুমি কোথায় তুমি কোথায়।