বাতাস ভরা শিউলি সুবাস
আকাশ ভরা আলো
কাশের চামর দোলায় মলয়
তবে কি শরৎ এলো!


এসেছে শরৎ এসেছে আজ
শুভ্র মেঘের ভেলায়
স্নিগ্ধ-শীতল ধরিত্রীতল
আগমনী গীতি গায়।


কমলকলিকা দল মেলি চায়
কলাবতী মাথা তুলে
চোখে চোখ রেখে চখা-চখী বসে
যেন কিছু কথা বলে।


সবুজ ঘাসের শিশির বিন্দু
কনকদ্যুতিতে ভাসে
ভরা যৌবনে মাতিয়ে সবারে
শরৎ আজিকে হাসে।


এই অবকাশে সে যদি আসে
স্মিত হাসি মেখে আননে
অঞ্জলিভরে অর্ঘ্য সাজাব
তাহার রাতুল চরণে।