হে অবিনশ্বর ঈশ্বর
তুমি ছাড়া সবই ধূসর
                সবই যে নশ্বর।


কবিতা কিংবা গান
সৃষ্ট হয়েছে যত তান
উৎসব অথবা অনুষ্ঠান
           কিছুতে থাকে না কোন প্রাণ।
শৈশবের শিলালিপি
যৌবনের যুদ্ধগীতি
প্রেয়সীর স্নেহ-প্রীতি
             সবই যেন ম্রিয়মান।


তাই
স্বপনে ও জাগরণে
অনুক্ষণ রাতে-দিনে
তোমাকেই ভাবি মনে
             শুধু, ভাবি তব কথা
জানি তুমি কৃপাময়
ক্ষমাশীল প্রেমময়
আছে তব বরাভয়
           তাই, চিন্তা করা বৃথা।