চাইনা তোমার চরণ আমি মরণভয়ে
জয় করব মৃত্যু তোমার বরাভয়ে।


যেতে পারি গিরিশিরে
অতল তলে সিন্ধু নীরে
বজ্রঝরা আঁধার চিরে
থাকলে তুমি আমায় ঘিরে।


শরণ আমি চাইনা তোমার
বিপদ থেকে মুক্ত হতে
দুঃখ আমি সইতে পারি
তোমার সাথে যুক্ত হতে।


দলব বাধা টলব নাকো
চলব আমি তোমায় স্মরি
তোমার যন্ত্র হওয়ার মন্ত্র তুমি
শেখাও আমায় কৃপা করি।