তুমি যদি সঙ্গে থাকো
    কাকে ডরি ত্রিভুবনে
চলার পথে সকল বাধা
    দলতে পারি রাতে দিনে।


উচ্চগ্রামে বাঁধতে পারি
    জীবনবীণার তারগুলি
অনায়াসে ভাঁঙতে পারি
    ঝড় তুফানের ঢেউগুলি।


বাদ-অপবাদ লজ্জা-ঘৃণা
    নিন্দা-স্তুতি লাঞ্ছনা
সবকিছুই সইতে পারি
   ভেবে তোমার ভাবনা।


তুমি যার কী অভাব তার
    সব পেয়েছে সে
পরমরসে ডুবে থাকে
    সব পেয়েছির দেশে।


করজোড়ে এই অনুনয়
     রেখো তোমার করে
"তুমি আমার, আমি তোমার"
     এই প্রীতিরই ডোরে।