কর্মগুণে এগিয়ে যাওয়া কর্মদোষে অধোগতি
কর্ম ছাড়া গতি নেই কর্মেই জীবের প্রগতি।


কর্মে জীব বাঁধা পড়ে,  জন্মে বারংবার
পুণ্য পাপ দুয়েতেই  বন্ধন আছে তার।


শেকল সোনার হোক অথবা লোহার
কর্মফল ভুগতে হবে বৃথা  অহঙ্কার।


কর্মময় এই জগৎ সবাই কর্ম  করি
মরতে মরতে করি কাজ করতে করতে মরি।


কর্ম করি যেই জন ফল নাহি আশে
অচিরে অহংবোধ প্রভু তার নাশে।


"আমি করি" এই ভাব নাহি রেখে মনে
"তাঁর কাজ তিনি করেন" ভাবেন প্রাজ্ঞ জনে।


যন্ত্রী তিনি যন্ত্র আমি তাঁর হাতের বীণা
যেমন বাজান তেমনি বাজি আর কিছু বুঝি না।


বন্ধন থেকে বাঁচবার এ্টাই পরম পথ
সর্বশাস্ত্রে এ কথাই লেখা আছে যুগপৎ।