জীবনের ক্যানভাসে
যদি এঁকে থাকি কোন
ভালো ভাবনার ছবি
বিন্দুমাত্র থেকে থাকে
আলোকিত ক্ষণ
তোমাকে দিলাম প্রিয়
করিও গ্রহণ।


দুর্বিষহ যত ব্যথা
কলুষিত স্মৃতি
প্রারব্ধের জেরে বওয়া
যত শোকগীতি
থাক থাক চাপা থাক
অন্তরে আমার
তুমি শুধু মোর প্রিয়
কর অঙ্গীকার।


জীবনের যত আলো
তোমার চরণে ঢেলে
জমে আছে যত কালো
নোব শিরে তুলে।
যত ভাব ভালোবাসা
শুভদীপ্ত মন
তোমারই চরণে আজ
করি সমর্পণ।


শুধু থেকে যেও এ হৃদয়ে
যেওনা কোথাও
সব কিছু দিতে রাজী
এ তুচ্ছ জীবনও।