প্রত্যাশার প্রদীপ আমার
জোনাকি পোকার আলো,
কালো মেঘে আচ্ছন্ন হৃদয়ের তটে
একবার জ্বলে আর একবার নিভে।
এ' আলোয় পথ চলা যায় না।
তারপরও বিদঘুটে অন্ধকার পথে-
হাতড়াতে হাতড়াতে
কোন মতে পৌঁছে গেছি তৃতীয় প্রহরে।
অন্ধকারের গভীরতা বেড়ে গেছে।
এখন আমি আর আমাকে দেখি না।
এ বন্ধুর পথ কবে শেষ হবে?
অনন্ত অমাবস্যা রাত-
কখন পোহাবে?
একটি মশাল এখন খুব প্রয়োজন।
এগিয়ে দেবার মত নেই কোন জন।
আমাকে যেতে হবে আরও কিছু দূর
সোনালী ফসলের মাঠে।
আমার স্বপ্নে বোনা সকল ফসলে
ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল বসে
বারংবার নিঃস্ব করে যায়।
আমি অসহায় কৃষকের মত
চেয়ে থাকি বিরান ভূমির দিকে।
কষ্টরা অসহ্য যন্ত্রনায়
কাতরায় বুকের ভেতরে।
স্তরে স্তরে সাজানো স্বপ্নগুলো
ভেঙ্গে পড়ে পদ্মা পাড়ের মত।
ক্ষতবিক্ষত পায়ের পাতা।
হৃদয়ে রক্তক্ষরণ আঘাতে আঘাতে।
আমার কি নেই অধিকার
বাঁচবার, আমার মতন?