সেই যে তুমি ঘুম পারিয়ে গেলে
আজো আমি ঘুমের ঘোরে আছি,
শেষ হবে কী দীর্ঘ কালো রাত,
মরে যাবো, নাকি উঠব বাঁচি?
রাত যদি শেষ হয়
মৃত্যু পরাজয়।
ঘুম ভেঙ্গে যায় সূর্য যদি উঠে
দেখি যেন-
দাঁড়িয়ে আছো নিয়ে হাসি ঠোঁটে,
দেখি যেন এসছো তুমি ফিরে,
তোমার গড়া ছোট্ট সুখের নীড়ে।
তা’ না হলে -
চাই না রাতের শেষ।
ঘুমিয়ে আছি, বেশ আছি তো,
সযতনে মনের মাঝে
হাজার স্মৃতির রেশ।।