স্নিগ্ধ শান্ত ভোরের লোকাল ট্রেন
ঠাসাঠাসি ঘুমভাঙা সব মুখ  
জীবন যুদ্ধে তোলপাড় সময়
শহরের ঘরে ঘরে বেচতে যাচ্ছে সুখ  
দিন কেটে যায় এঁটো বাসনে,
কাপড় ধোয়ায়, এ বাড়ি ও বাড়ি করে  
গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত হয়েছে আপন,
আলসে সুখেরা দাঁড়িয়ে বহুদূরে ।  


বয়সের বাধা নেই কোন
সব ছাড়, যতদিন চলে দুটো হাত
কেউতো রাখেনা গুছিয়ে খাবার
খুশী হয়, জুটে গেলে পড়ে থাকা দুটি ভাত
ক্লান্ত শরীর নুয়ে পড়ে, ঘুম ঘুম চোখে
প্রতি সন্ধ্যায় ফেরার ট্রেনে
গোধুলির রং চেনেনা এদের
রাতের অতিথি, তারারাই শুধু জানে
ঘরেতে এদের কারো কারো আছে কচি মুখ
তারাও জানে, জননী তাদের আনতে গিয়েছে সুখ  
ধুলো মাখে, খেলা করে, কেহ বা যায় শিশু কল্যান স্কুলে
কান্নার দাগ সোহাগ পায়না, বড় হয় তাড়াতাড়ি সব ভুলে।


ধর্ম এদের ধারণ করেনি, প্রতিদিনের কর্মে অথবা পথে  
ছোট বড় মধ্য বয়সী পরিচয়ে সব্বাই মাসি
একই সাথে যাওয়া আসা, খাওয়া দাওয়া পাশাপাশি  
গল্প গুজব হাসি কান্না ঝগড়া সব বহু চাকার রথে  
একের বিপদে ঝাঁপিয়ে পড়ে অন্যে, সরিয়ে রেষারেষি ।


সোনারপুর
১০.০৩.২০১৮