তোমারে চিনেছিলাম হেমন্ত সন্ধ্যায়,  বসন্ত সমাগমে
পাতার আড়ালে লুকানো নব মঞ্জরী, নির্জন বাতায়নে
সংকোচ ভরা গোধূলি রাগে, ও আঁখির সাগর বেলায়
ব্যাকুল বসন্তে অর্ঘ সাজায়ে প্রতীক্ষা, স্বপ্ন  মেলায়
দীর্ঘ প্রাবাস পরে, বসন্ত আসেনি ফিরে, আশা পুরাতে
বিরহ ভারে ঝরে পড়া বকুল, আসেনি  কেউ কুড়াতে
বাতায়নে এসো মোর রাত্রি নামিলে পরিয়া চন্দ্র হার
নুপুর ধ্বনি শুনিতে অধীর এ হিয়া, যাপিয়া নিশি বার বার।


সোনারপুর
০১.১১.২০১৭