এ হেঁ হেঁ, তোবা তোবা, কেয়া বাত, কেয়া বাত
শুনছ ভায়া, অন্তরজাল ও নাকি মারছে জাত !  
বিশ্বায়নের পাশার দানে পাস্তা নাকি করছে মাত
সুপ-বার্গার ছেড়ে সাহেব, খাচ্ছে শুনি পান্তাভাত !!


মিক্স-ম্যাচতে বাজার গরম, অর্থনীতি বলছে তেমন  
জুত আসেনা বাংলা রসে, মজে থাকার উপকরণ  
রসে কষের বাংলা এখন, শুকিয়ে নাকি ফাটা কাঠ  
বদলে গেছে রসিক সমাজ, বদলেছে ঠাটবাট !!  


কালে কালে খেঁজুর রস, হচ্ছে নাকি কেমিক্যালে
নলেন সৌরভ বারোমাস, শীত পড়েছে জাঁতাকলে
তাল মিছিরির গুণপনা হারিয়ে গেছে তালে গোলে
হেঁচ্ছো হলেই গেল গেল, বাড়ছে লাইন হাসপাতালে !


হালকা ব্যামো, ঠুনকো ব্যামো, ফর্দ হাজার রকম
গরীব গুর্বো বাদই দাও, মধ্যবিত্ত ও হচ্ছে জখম
ভালোবাসা হারিয়ে হৃদয় যখন তখন করেছে মান
এদিক থেকে ওদিক হলেই বেঘোরেতে যাচ্ছে জান !  


সাদির পরেই সব আলাদা, সুখের নাকি এটাই দিশা
সম্পর্কের পাঠ চুকিয়ে ফেলে, ভাগের ভাগে বাড়ছে নেশা    
হাঁড়িতে নয়, ঘরেতে নয়, রেস্তোঁরাতেই জীবন ধারণ  
হাম দো হামারা নট,  ইচ্ছে গুলোর বশীকরণ !


মন বসেনা কোন কাজেই, ফড়িং ফিঙেয় চলছে চ্যাট
ডিজিটালেই ধন্য জীবন, খোলা দরজায় জমছে হাট
ফেঁসে গেলে এদিক ওদিক, লোল রসনায় সেবক কাত  
ইয়ে, তোবা, তোবা, মুখে মুখে, বোড়ের চালে নৌকা মাত!!


সোনারপুর
৩১.০১.২০১৮