ভালো থাকার উপায় গুলো যাচ্ছে কাঁটায় ভরে
প্রাণহীন লাশ গুলোও সুযোগ পেলে নড়া-চড়া করে
অর্থ হীনের জীবন শুধুই অন্ধকার, অপমানে বাঁচে নিত্য
সবই মহান টাকার কলে, সুধীজনে মানেননা,  ধ্রুব সত্য ।।


বার বার ভাগ করে দেখেছি, শরীরের সাথে মনের  
একই জমিতে থেকেও, সম্পর্ক যেন আলোকবর্ষ দুরের  
নিজেরে বোঝাতে, সময়ের কাছে করেছি যত ভুল  
অজান্তে ধেয়ে আসা নোনা জল, ভাসিয়েছে দুই কুল   ।।


সীমানা ছাড়িয়ে যখনি চেয়েছি ভাসাতে সুখের নাও
দুরন্ত ঢেউ আটকে দিয়েছে পথ, সখ্যতায় অসহিষ্ণু বাও
তবুও বেয়ে চলা, অনাদির পথে পাল তোলা, ভালো থাকা
বর্ণহীন ছবি গুলোও হাসে, আশার দিগন্তে দিনান্তের সুখ খোঁজা।।


০৭.০৫.২০১৭
কলকাতা-১৪৯