আঁখির আড়ালে থাকি
মুছিবে কি আঁখি জল
যদি হরষে নাহি আসো
ফুটিবে কি জোত্স্নায় শতদল ।

এ-মন নদী বহে কুলু-কুলু
সুর শুনে হয় আঁখি  ঢুলু ঢুলু
ছাড়িবে কি কুল - না ভেবেই ভুল
ফুটিবে কি হৃদয়ে হয়ে শতদল ।

জীবন জোয়ারে যদি ভেসে যায় কুল
খুঁজিও না সেথায় কে করেছি ভুল
জেগে ওঠা নূতন ঠিকানায়
প্রেমের পরশে ফুটিও আগামীর শতদল।

আঁখির আড়ালে থাকি, মুছিবে কি আঁখি জল...