সকালে ভয়, দুপুরে ভয়, হেমন্তের পূর্নিমাতেও ভয়  
নিজ ছায়া তাড়িয়ে বেড়ায়, মননে বিশ্বাসের ক্ষয়
শ্রবন ইন্দ্রিয়ে পাড় ভাঙ্গার শব্দ, ক্ষয়ে যাওয়া চেতনায়                    
সব ফেলে প্রাণপণ চেষ্টায়, টুকরো শিলা খন্ডে খুঁজি আশ্রয় ।


সোনারপুর
০৭.০৩.২০১৮