যখনি চেয়েছি পেতে সোহাগ আলোক ধারা
দেখেছি লহরে কেবলি অভিমান আঁধার ভরা
মনে মনে যখনি গেঁথেছি প্রেমের পুষ্প মালা
গভীর দহনে ভরেছে হৃদয় অস্ফুট সে  জ্বালা।  


বিরহবিধুর সাগর বেলায় বেদনা যেন চির সাথী  
হেমন্ত শিশিরে ভিজে বহে কল্লোলহীন প্রেম নদী
সকরুণ রাগিণী ছায় নিভৃতে,  সজল আঁখি কুলে
বুঝিনা কেন, তবু জাগে সুর মোর হৃদয়তলে ।


বসন্ত বিদায়ে ধূসর বেলায় শূন্য এ বাহুডোর  
মালা গাঁথা শেষ, ঝরা বকুলেই হোক নিশিভোর
শেষ ভৈরবীর সুরভী সুধায় ভিজে থাক আঁখিকোণ
পরজনমে যেন আসি ফিরে, হয়ে তোমার মতন ।


সোনারপুর
০৬.১২.২০১৭