রুক্ষ দিনের উষ্ণ প্রভাতে এখনো কে কুহু রবে ডাকে
বেদনামাধুরী মুগ্ধ লালিত দুঃসহ অনুরাগে
মিলনের মালা শুকায়ে যায় তার ভাগ্যের পরিহাসে
উড়াতে পারেনি প্রেমের নিশান আজো বসন্ত শেষে।


অস্তিত্বের পারে পারে কত জন্ম, জন্মান্তর উন্মনা ও আঁখি
খুঁজে ফেরে বসন্ত সমাগতে আকুল কণ্ঠে ডাকি ডাকি
হয়ত কিছুই হয়নি বলা, চুপে চুপে, সহাস্য সবুজ মাঝে
মিলনের তিথি তার বহিয়া গেল সকরুণ বিম্বিত লাজে।  


বনবীথিকায় পলাশ শিমুল ছিন্ন করিয়া গ্রন্থি, ঝরিল তলে    
প্রেমের পাত্র খালি রয়ে গেল তার, মায়াবী বসন্ত কালে
শিথিল বীণার সুর ভেঙ্গেচুরে দেয়, মিলনের মধু মেলা
একেলা বসি বিবশ হৃদয়ে ভাবে, গেল চলি বসন্ত বেলা ।


সোনারপুর
০৫.০৪.২০১৮