তোর ভুবন ভোলানো হাসিটুকু ছিল যে বড় সুখে ভরা  
ভুলে সকল দুঃখ, শোক, আনন্দে হয়েছি আত্মহারা  
নারীর অহংকার তুই, মা অথবা কন্যা রূপে হৃদিহরা  
প্রতি অঙ্গনে অরুন আলোকে ভরে উঠেছিল শ্যাম ধরা ।।  


তোর বিদায়ের ক্ষনে বিষাদ সিন্ধু মর্মরিত প্রতি মনে
সন্ধ্যার শূণ্য দালানে জাগে স্মৃতির মালিকা মন গগনে    
একলা প্রদীপ জাগে আলো ছায়ার আকুল কম্পনে
হয়ত নিভে যাবে, আগামী ঊষার আগেই সংগোপনে।।


৩০.০৯.২০১৭
সোনারপুর