বিজন বনে বন্ধু আমার, কার সনে কয় কথা
তারে ধরতে গেলে পালিয়ে বেড়ায়, দেয় সে মনে ব্যাথা  
আমার দুঃখের বাসা বারে বারে, ভাঙে তার বাঁশির সুরে
তবু আশায় নেশায় দিন কেটে যায়, ঘুরে অচিন পুরে
হিংসে জাগে পরান মাঝে, দেখা পেলে ভাঙিতাম তার মাথা।।


পরান আমার মাতাল হলে, চাঁদনি রাতের সুবাসে
শিশির ঝরে পাতায় পাতায়, দুখ্য ভরে বুকের মাঝে
নদীর জলে ঢেউ উছলি, মনের তীরে চোরা বালি
নাও ভাসাইয়া বন্ধু আমার, কোথায় গেল চলি।।


নায়ের বৈঠা থাকলে হাতে,  করতাম তারে ধাওয়া
দেখাইয়া দিতাম প্রেম কারে কয়, নয় সে শুধুই ছায়া
বকুল মালায় বাঁধতাম তারে, মন নোঙরের কাঁটায়
জোয়ারে দোলাইতাম বন্ধু, আদর দিতাম ভাটায়
পারের কড়ি জমা রাইখা,  কইতাম মনের কথা ।।


সোনারপুর
২৭.০৫.২০১৭