যা,  তোকে আজ ছুটি দিলাম, মন
যেখান খুশি যা সেখানে, নেই আজ কোনই বারণ।।  


বৃষ্টি ধোয়া জোছনা রাতে,  ইচ্ছে তরীর নোঙর তুলে
দামাল বায়ে বন্ধু  খুঁজে,  স্রোতের টানে বাঁধন খুলে  
খেয়াল খুশীর সবুজ পাতায়, স্বপ্ন গুলো সাজিয়ে রেখে
জড়িয়ে বুকে  শিমুল বালিশ, হাসনু হানার গন্ধ মেখে ।।


যা,  তোকে আজ ছুটি দিলাম, মন
যেমন খুশি সাজতে পারিস, বাঁচতে পারিস, নিজের মতন ।।  


ডুব সাঁতারে অতল জলে, মীন রাজ্যের খেলা ঘরে
যেথায়  জল পরীরা গা এলিয়ে মনের সুখে গল্প করে
ঘুম জড়ানো স্বপন পুরে,  শাপলা, শালুক, পদ্ম কুঁড়ি  
ইকির মিকির খেলায় মাতে, নেই যেখানে আড়া-আড়ি ।।


যা,  তোকে আজ ছুটি দিলাম, মন
যেমন খুশি ভাবতে পারিস, উড়তে পারিস যখন তখন।।


বুনো হাঁসের পাখায় ভেসে, চরতে পারিস  সবুজ ক্ষেতে
মাছ রাঙার দৃষ্টি নিয়ে,  ডুবতে পারিস  লক্ষভেদে
অবেলার নরম রোদে পালক ঝেড়ে গা শুকিয়ে, কাছে দূরে  
বাসার দিকে ফিরতে পারিস, পাখনা মেলে আকাশ জুড়ে।।


যা,  তোকে আজ ছুটি দিলাম, মন
নূতন করে বাঁচাতে শেখ, যে পথে নেই শুধুই মরণ ।।  


নানান রূপে নানা রঙে, মন হারানো ফুলের মেলায়
হারিয়ে যাবার নেই মানা, স্ফটিক আলোয়  সুখের দোলায়    
মন মাদলের তালে তালে,  জাগুক খুশীর বাতাস হৃদয় পুরে
সব হারানোর ভয় ভুলে, মেলে দে ভাবের ডানা, না দেখা কছে দূরে।।    


যা,  তোকে আজ ছুটি দিলাম, মন
যেখানে খুশি  যা সেখানে, নেই আজ কোনই বারণ।।