এখানে সূর্য ওঠেনা, দুচোখে ভেজা ভেজা অন্ধকার
হাসির তুফান ওঠে ঝড়ের বেগে, ভাঙলে কারো দুয়ার
আকাশের রং শুধুই কালো, সীমানার ঘেরা টোপে
ভেসে আসে শান্তি পোড়ানো গন্ধ, অন্ধকারের খোপে খোপে !  


রাজ ধর্মের পূজা বারুদের গন্ধে, আরতিতে উদ্যত নল  
ভরসার ভাষা হারিয়ে গিয়েছে, আকাশ ছেয়েছে ছল
দখলের নীতি মানেনা কিছুই, যখন যে মতে সুবিধা যাহার
রক্তের দাগ ধুয়ে ফেলে, হাসি মুখে বসাবে মানবতার দরবার !!


সোনারপুর
০৫.০৩.২০১৮