তুমি যে বোল্লে সেদিন, ভালোবাসা থাক গোপনে
কাঁটাতেই থাকনা গোলাপ, দুটি মনের এক বাগানে
দুষ্টু দখনে হাওয়া ছুঁয়ে থাক অবিরত, আপন মনে
স্বপ্ন খেয়ায় মন ভেসে যাক, ভ্রমরের গুঞ্জরনে ।।


শিউলি ছুঁয়ে ঝরুক শিশির নিশিথের বুকের মাঝে
নিরুদ্দেশে যায় যদি মন, কেয়া পাতার নায়ে ভেসে  
ভরা দীঘির শানের ঘাটে, থেক না হয় একটু বসে
পানকৌড়ির চিকন পাখায় খুঁজ আমায় সকাল সাঁঝে।।  


শরতের খেয়ালী মেঘে, ধর হটাত যদি বৃষ্টি নামে
রেখনা কোনই আড়াল, পরশে আমায় পাবে  
পদ্ম পাতায় জলের মত, আছি যে তোমার সাথে
ফুল দানিতে নাই বা হল, গোলাপ হয়েই আছি মনে।।  


সোনারপুর
১৮.০৯.২০১৭