আঁধারের বুকে সঙ্গী বিহীন পথ চলি একা একা
হয়নি সময় নূতন প্রভাতের, মেলেনি বন্ধুর দেখা
দূর হতে প্রদীপের শিখায় যেটকু পেয়েছি আলো
রেখেছি তারে হৃদয়ে ধরে সেই হোক মোর ভালো
দিগন্তে আলোর ছোঁয়া আমার আকাশে মেঘ ভাসে
শুরুতেই শুনি শেষের গান ঋতু মঞ্জরী যায় হেসে
বেদনার নীলে আকাশ মিশেছে অন্তহীন সীমানায়
দুরন্ত মধ্যাণ্যে রোদ্দুর আজো আসেনি এ আঙিনায়।


নিরাশার ঝিনুক আপন খেয়ালে মাতে ভেজা তটে  
নূতন জোয়ারে ভেসে যাবে সে, ভাবি ভাগ্য বটে
পাড় ভাঙে প্রতিদিন মুহুর্ত মেপে মেপে, অজানায়
হৃদয়ের কম্পন ছড়িয়ে যায় মুহুর্তে দিগন্ত রেখায়
সমুদ্রের লোনা জলে ক্রিয়ার ক্ষয় যায়নি রোখা
প্রতিদিনের বাস্তব বেঁচে থাকে অস্থিরতায় একা।


সোনারপুর
২২.১০.২০১৭