আকাশ ভরা জ্যোৎস্না দেখে
এ মনের লাভ কি বল
ভরলে নদী কানায় কানায়
দুপারের লাভ কি হল ।।


যখন ভেসে যায় মাটির বাঁধন
স্মৃতি কি আগলে রাখে
চেনা সব ছবি গুলো ঝাপসা হলে
মন কি আজো রাত্রি জাগে !!  


রাত পোহালেই আসবে আলো
ছায়া গুলো সরেই যাবে
জীবনের কোন পরতে দুঃখ কত
প্রেম কি সত্যি ভাবে !!


বাসরের ফুলের কথা কেই বা মনে রাখে
কান্নার রং দেখে কি যায়গো চেনা
ফেলে আসা পথের পরে ছড়ানো মুক্ত গুলো
যাবেনা আরতো কেনা ।।


কষ্টে ভরলেও মন , কার কি এসে গেল
হয়না প্রেমের মরণ, এটুকুই বেশী ভালো ।।


সোনারপুর
১২.০৭.২০১৭