বোকা পাখি বেলের ডালে বাসা বেঁধেছে
দেখে রঙ ধরা  শ্রীফল (২)
পাখির মন হয়েছে দুর্বল
জ্ঞানের চেয়ে বুদ্ধি বেশী, পাখির মরণ হয়েছে।।


ও পাখির মনে ভীষণ জ্বালা,  মনে ভীষণ জ্বালা
সে যে ডালে ডালে ঘোরেফেরে ডাকে সারা বেলা
দিনের আলো গেল চলে,  নামল আঁধার চোখে  
সব চেষ্টা হল বিফল, ভাঙেনা শ্রীফলের মালা ।।  


পাখি পরবে গলায় তসবী মালা, হলে শ্রীফল ফালা ফালা,  
ও পাখি ভুলতে জ্বালা  দরগা থানে মানত করেছে  
জ্ঞানের চেয়ে বুদ্ধি বেশী, পাখির মরণ হয়েছে
বোকা পাখি বেলের ডালে বাসা বেঁধেছে  ।।



০৫.০৫.২০১৭
কলকাতা -১৪৯