বেয়াদপ ইচ্ছে গুলো বড্ড জ্বালায়
স্বপন সুখের বাসর ছেড়ে কাঁকর পথে ঘুরে বেড়ায়
জাতের সাক্ষীর ভাঙা সাঁকো, সেটা ধরে জোরসে নাড়ায়
নানা রঙের পর্দা ঠেলে, ধর্ম - মানুষ, কোনটা ঠিক, বুঝতে চায় ।  


বেয়াদপ ইচ্ছে গুলো, ঘোরায় লাঠি শূন্যে তুলে
এক ঘায়েতেই করবে নিকেশ জাতের হাঁড়ি, সকল ভুলে
উপর নীচে খুঁজে বেড়ায়, জাত বেড়েছে কোন গোকুলে
বিচার বুদ্ধির ঘুর্নি পাকে পায়না তারে, কোনই কুলে।  


বেয়াদপ ইচ্ছে গুলো, দাঁত কেলিয়ে হেসেই পাগল
দেখে, নানা রঙের মুখোশে সব নাদুস নুদুস রামছাগল  
বেড়ার আড়ে মুরগী চোরে করছে যুক্তি অবিরাম, করতে ধামাল  
মালকাছাতে পাগল বিবেক দৌড়ে চলে, ধরতে বমাল।


বেয়াদপ ইচ্ছে গুলো, কাটছে ছিঁড়ছে পোশাক সকল
উল্টে পাল্টে দেখে, গালি পাড়ে শেষে, শালা ... সব নকল
নাঙ্গা হয়ে মনের সুখে গান ধরে সে খোশ মেজাজে
দেখি আমায় ঠেকায় কে, চলেই যাব, এসে ছিলাম যেমন সাজে।  


সোনারপুর
০৯.০১.২০১৮