ঝাপসা সকাল গুলো আলোর খোঁজে
জন্মান্তরের পরেও ধুলো কাদায় বাঁচে
কার ঋন, দায় কার, কে বয় বোঝা
অভুক্ত অভ্যাসে শিরদাঁড়া হয়না সোজা ।


পাতার পরে পাতা সাজায়, দক্ষতায় বাঁধে
জানেনা কি আছে প্রতিটি শব্দের বাঁকে
পেট ভরাবার আশে প্রতি সকালে আসে
বোঝা বয়ে যায় আজন্ম উদরের ত্রাসে।


আলোর উঠানের পাশে বিষণ্ণ ছায়ায় বাস
কখনো হয়ত ভাবে, তবে জাগেনি উচ্ছ্বাস
ওরাও রঙ মেলায়, নেহাত খেয়ালের বশে
গণ্ডির বাধা মোছেনি সাত দশকের শেষে ।

প্রতিশ্রুতির শব্দে কিছুটা নড়ে, বদ অভ্যাসে
ত্যাগ করতে পারেনি, মজে আছে বিশ্বাসে
ওরা করলেও, অন্যেরা করেনা কোন ভুল
ঝাপসা মধ্যাহ্নেও খুঁজে পায়নি ওরা কুল।  

সোনারপুর
০৯.১২.২০১৭