এ তুমি কেমন তুমি, যাকে আমি চিনতে পারিনা  
কাব্য লেখ পাতায় পাতায়, অভিমানের সুপ্ত রেখায়
দু চোখে বৃষ্টি নামে,  ভরে ভুবন অচিন ব্যাথায়  
এ মনে প্রশ্ন জাগে, তবু কেন বলতে পারিনা।।


চোখ সরালেই হয়না আড়াল, আরো বেশী যায়গো দেখা  
মনোহারি সুখ দিয়ে কি যায় গো ঢাকা, মনের ব্যাথা
এলো মেলো দমকা হাওয়ায়, ছিঁড়লে মনের বাঁধন
খুঁজে ফিরি সেই তোমারে, তুমিও কি ভাবছ এমন
ভালোবাসার পরশ এমন, এই মন ভুলতে পারেনা।।  


বয়ে যাও নদীর মত, ছুঁয়ে থেকে লাজুক কুলে
ঘুর্ণি হয়ে মন ভাসালে, জানিনা কোন সে ভুলে
যে মনে এত প্লাবন, তাকে কেন বুঝতে পারিনা    
প্রশ্ন গুলো মাতাল হলেও, তবু কেন বলতে পারিনা ।।


১৭.০৯.২০১৭
সোনারপুর।