চঞ্চল মন মোহনার বাঁকে বাঁকে, খুঁজে ফিরি কাকে
কাঁটার জালা ভুলে কুসুম বনে, প্রেমের কাজল চোখে  
ভাদুরি আবহে ঝিরি ঝিরি সুখে কত কথা ভাবে মন  
রুপোলী স্বপনে শিক্ত, তবুও শূন্য হৃদয়ে নিশি যাপন।।


মনের ছায়া পথে আলো আঁধারে জাগে প্রেমের ব্যাঞ্জনা
আশার বন ভুমি নব আনন্দে সাজি, কাকে খোঁজে জানিনা
ভেজা শালের পাতাকে কে যেন বলে যায়, চায় একটু আড়াল
সময়ের স্রোতে ভাসাই তরী, ভয় পাই, যদি হয় বেসামাল।।  


সোনারপুর
২৪.০৮.২০১৭