মনের মাঝেই আছেন তিনি, খুঁজিস কোথায় অন্ধকারে,
হৃদের বাঁধন দেখনা খুলে, পাবি তারে হৃদ মাঝারে
দেবালয়ের দরজা ভেঙে গেছেন তিনি মাটির কাছে
যেথায় আছে মানুষ হাসি কান্নায়, নিয়ে তাকে প্রাণের মাঝে।।


যে রূপে চাস আসেন তিনি,  চাওয়ায় যদি না থাকে ফাঁক
অপকর্মে নেইরে তিনি, কাজের কাজী দেবে ফাঁকি পাড়িস যতই হাঁক
তন্ত্র, মন্ত্র, কেতাব পুঁথি, এতো সব সার্থে সৃষ্টি, আসল কথায় জল
সার্থ বাদে করলে কর্ম,  মানলে মানব ধর্ম, হাতে হাতেই পাবি ফল।।  

আচার  বিচার বোঝে না সে,  সকল প্রাণেই বর্তমান
ডাকলে তারে দেখা মেলে,  সব খানেতেই মুশকিল আসান
ছুত অচ্ছুত বোঝেনা সে, জাত বেজাত তার নয়রে দান
সে,  ধর্মে নয়রে, কর্মে থাকে,  তার জগৎ জুড়েই অবস্থান।।


কেন  মরিস ঘুরে পথে পথে, না খুঁজে নিজের কাছে
মন জমিনে সেচ দিয়ে দেখ, ত্বরায় তারে পাবি খুঁজে।।



১০.০৭.২০১৭
সোনারপুর