কতদিন ধরে বায়না, চাঁদ চাই, চাঁদ চাই
বলেছি বার বার, এখন চাঁদ ওঠেনা, বৃদ্ধ হয়েছে
হয়ত বা ছেঁড়া কাঁথায় শুয়ে মানুষের কথা ভাবছে
কেউ কি ডাকে আগের মত !  ছেলে ভোলাতে
কেউ কি বুকে জড়িয়ে রাখে ! জানালার ফাঁকে পেয়ে
নদী পারে বসে রাত কাটিয়ে দেয় !  চাঁদকে কাছে রেখে।


সেই কবেকার কথা, এক কবি উপমায় এনেছিল
ঝলসানো রুটি, উত্তর মিলেছে বলে শুনিনি, শূন্যতা বেড়েছে
তবুও চাঁদ খুঁজে গিয়েছি মন রাখতে, আকাশে মাথা ঠেকানো
বহুতল গুলোকে এড়িয়ে, দূরে ঐ জলাটার থেকে এনেছি
সদ্য মাটি ছোঁয়া একমুঠো চাঁদ, শুধু তোমার জন্য, খুশী তো !!


সোনারপুর
১৫.০১.২০১৮