ভাবনা গুলো ডানা মেলতে চায়
ডুব দিতে চায় অতলে, অচেনা গভীরতায়
কাব্যিক রোমাঞ্ছে, উষ্ণতার বুদ বুদে
নিস্তরঙ্গ রাতের আঁচলে সুখ খুঁজে খুঁজে
সমীকরণের জটিল সম্পর্কে হতে চায় আবদ্ধ
কুঁড়ি, ফুল, সময়, সবতো নয়  শিকড়ে সীমাবদ্ধ ।


কবিতা, কোন ধারনা বা মতবাদ নয়
একটা জীবন,  যদি সুদীর্ঘ এক কবিতা হয়
দৈনন্দিন চিত্রের কাছে হাত পেতে চায় প্রকৃতি
সৃষ্টির সন্ধানে উপলব্ধির অন্বেষণ, জীবনের অনুকৃতি
সৃষ্টির কাননে ফুল ফোটে একগ্রতায়, সত্তার কান্তিবিদ্যা
আদিগন্ত রঙিন প্রজাপতি, মৌটুসি, নেই কোন সীমাবদ্ধতা ।


সোনারপুর
২৬.১০.২০১৭