কার লাগি গাঁথো মালা বকুল তলে
স্মৃতিরা জাগে কি আজো লুটানো আঁচলে      
অবুঝ মনের নাওয়ে ভেসে যাকে হারালে
খুঁজে পাবে কি সেই হাসি তার ঝরা বকুলে
কার লাগি গাঁথো মালা বকুলের তলে।    

শোনো কি আজো সেই ব্যাকুল বাঁশরীর সুর
স্মৃতি ভারে আকুল মনের পাপিয়া বিরহে বিধুর    
গোপনে ভাসাও ব্যথার তরী অজানা সুদুর    
আঁখি জলে ভেজে প্রেমের মালিকা নীরব দুপুর।

নীরবে বয়ে যায় বেলা শূন্য হৃদয় তলে
চাঁদ ওঠে না হাসি নিয়ে আকাশের ভালে
আঁধার ঘরে জাগো একা মাটির প্রদীপ জেলে।

সোনারপুর
১৫/৭/২০২০