জীবন, উদাসী বাঁশির সুরে বল কত রাত আর জাগবে  
স্মৃতির ব্যথায় ভরে আলোর কবিতাকে খুঁজবে
ফেলে আসা ফাগুনের স্বপন কেন আজো মনে জাগে
কোন সে অপরূপ স্পর্শে এ হৃদয় ভরে নব অনুরাগে।।


আকাশের থেকে ঐ দিগন্তকে বিয়োগ করেছি যতবার
হিসাব মেলেনি, উত্তর এসেছে শূণ্যয় বারবার
ঢেউ ভাঙার শব্দ যখনি শুনেছি জীবনের পাড়ে পাড়ে
মেলাতে পারিনি কিছুই, মনেহয় বার বার গেছি হেরে।।


স্মরণের বীণা ব্যথা মানেনা,  হেমন্ত বাতাসে খোঁজে সুর
শালুক ফুলের নীলে স্বপ্ন কে ছুঁয়ে মধুপেরা আর কতদূর
আলেয়ার ঝড়ে নিভে যাওয়া প্রদীপে, আবার নূতন আলো জাগবে  
সুরের আকাশে ভোরের আলোর রেখায়,  মিলনের রূপকথা ফুটবে।।



সোনারপুর
২৫.০৪.২০১৭