মুক্ত আকাশে বিকৃত বাসনায় উষ্ণতা খুঁজছে কারা  
চেনে কি ! মোমবাতি হাতে নির্বাক অতিথিরা  
কাঁদছে অসহায় সন্ধ্যা, হাসছে মোমবাতি মিটিমিটি
শহরে নগরে চলে পদযাত্রা, হাসে অগণিত গিরগিটী।  


জন্মের আগেই মরেছে অনেক, জন্মেও ছাড়েনি ভয়
জন্ম থেকে মৃত্যু প্রতিপদে ওকে লুকিয়ে বাঁচতে হয়
শরীর আগলে রাখাটা কি শুধু ওদের জন্যই লেখা
অন্ধকারই প্রাপ্য ওদের,  সূর্যের পাবেনা দেখা !    


বলছে সমাজ, থাকতে নেই কিছু তোদের ব্যাক্তিগত  
দায় নিতে হবে চলা ফেরার, হতে হবে আরো সংযত
একটু হলেও ভুলচুক কোনভাবে, পড়বি সামাজিক রোষে
প্রতিদিন হলেও ধর্ষিতা, বলবে হয়েছে তোরি দোষে ।


মোমের আলোয় দেখা যাবে কি অপরাধীর পথ  
নাকি, অপরাধী রং বদলে খুঁজে নেবে ভবিষ্যৎ
সভ্যতার দানব সবটুকু তার কুরে কুরে খাবে  
নাকি, সেই মেয়েটা ভাষা হারিয়ে শুধুই হেঁটে যাবে !


অসহায় মোম গলছে তাপাঙ্কের নিয়ম মেনে
আইনের সুরক্ষায় কতটা নিরপদ সে, তাকি জানে
তার চিৎকার পৌঁছাবে কি সমাজের কোণে কোণে  
নাকি, চোখের ভাষ্যে বলবে বেশ্যা, সমাজের জনে জনে।  


সোনারপুর
২৪.০৪.২০১৮