মন তোর মন্ত্র বোঝা দায়
মুখে করিস লালন লালন
অন্তরেতে জাতের পালন
ছোঁয়া ছানির বোধের নেশায়
করিস সদাই হায় হায়
মন তোর মন্ত্র বোঝা দায়।।


মুখে বলিস ঈশ্বর আছেন সকল রূপে
অন্তরেতে আছিস বসে কবুতরের খোপে
চাওয়া পাওয়ার হিসাব করিস মুল্য দিয়ে মেপে
চোখ বুজে থাকিস বসে, চেতনা পালায় হেসে
মনের কালি রেখেই মনে, শুদ্ধি চাস সাগর স্নানে
মুখে মুখেই খুঁজে বেড়াস, স্থান নেই তার মনে।।


মানত করিস হিসাব কষে, মুখে বলিস সবই তেনার
মনের মাঝে মতান্তরে  তাঁরেই করিস জেরবার
কোন ফুলেতে বেশী মধু, ঘুরে ফিরে ভাবিস শুধু
রাত পোহালে দুদিন হবে, দায় নেবেনা নিজ বধু
মুখে মুখে ভাবে হারা, অন্তরে তার একটুও নয়
মতান্তরে ঠিক কোনটা, এ কথা বোঝ বিষম দায়।।



সোনারপুর
২৬.০৮.২০১৭