প্রশ্ন গুলো একই, সময়ের স্রোতে রঙের বদল
বনেদি নিরক্ষর গুলো বুঝতে পারেনা, কোনটা আসল  
কত চিকন মানুষ, গুনী মানুষ ভালো চেয়েছে, বার বার  
বুঝতে পারল না, জীবন কাটিয়ে দিল, বোধ নেই হারাবার  
ফুল দেখতে দেখতে মাটির বিছানায়, মুলো খেতের পাহারাদার
অনুভুতি হীন চামড়া হিংস্র আঁচড়েও সাড়া দেয়না, দাদনের রেশ
ফসলের অধিকার পাপের আধার, সংরক্ষণেই তুষ্ট, পথের শেষ !


সোনারপুর
০৬.০১.২০১৮