কাঁদিলে অধিকার অধিকার বলে, সব হারাবে
গেল গেল রবে না করিয়া ক্রন্দন, প্রদীপ আগলি তুলসী তলায়
ঘুচাও মনের অন্ধকার, চাহিয়া দেখ জগত মাঝে নব রূপের ধারায়
মিলিছে মিলাইছে অহরহ সৃষ্টি,  সকল আগল টুটি  বিলাসী ছায়ায়
মুক্ত ভাবনার আকাশে মেলিয়া পাখা, বিস্তার হোক সৃষ্টির, নব পল্লবে ।।


যেখানে সৃষ্টি নেই, নেই নব পল্লবে সুরভিত ভাবনা
কালের পদচিহ্নে ঝরে যাবে সব হলুদ, শূন্য শাখা ছায়া দানিবেনা
প্রখর দহনে অস্তিত্বের সঙ্কট, ধূ ধূ প্রান্তর জুড়ি নিষ্প্রাণ বালুকা রাশি
কুটিল মন্ত্রে বিভাজিত লহরী, প্রাণহীন জীবন হাহাকারে উঠিবে হাসি ।।

সৃষ্টির বেদীমূলে কে রহিবে কেবা নয়, ছাড়িয়া কালের হাতেই সে অধিকার
আগামীর প্রতি প্রহরে জাগুক মঞ্জরী, কাব্য সুরভিত উদ্যানের অলঙ্কার  ।।


২২.০৪.২০১৭
সোনারপুর