সত্যি করে বলো দেখি উপকার হয় কার
গনতন্ত্রের উৎসব শেষে বাড়ে কার পকেটের ভার  
অসম্ভব সব মিথ্যা কথায় জনগনই ধোঁকা খায়  
জেনে বুঝেই চলছে এমন, দশকের পর দশক যায়  
মিথ্যা ভাষণ শুনতে শুনতে সমাজ জীবন পগারপার  
থাকলে সাহস সত্যি বল, মিথ্যা বোল না আর।      


মানব সম্পদ রাস্তায় বসে  নেই কারো দায় তার
পুঁজি করে আমজনতায় বসছ গিয়ে ঠান্ডা ঘরে
খোঁজ রাখো কি আমজনতা কোন অভাবে মরে    
প্রহসনের খেলা খেলে ক্ষমতা পাও বারে বারে
ক্ষমতার খোঁয়াড়ে গেলে পাহারা বসে তোমার দ্বারে
সত্যি করে বল দেখি,  উপকার হয় কার ?


অপ-গন্ডদের মদত পেলে চোর ছ্যাঁচোড়ের সংখ্যা বাড়ে  
সমাজ জীবন নরক সমান আমজনতা বলবে কারে ?
অন্যায় কর্মের দোসর যারা, তারাই নাকি প্রতিভাধর !
দেদার খরচ বাঁচাতে তাদের, গচ্চা যাচ্ছে করের অর্থ জনতার  
মিথ্যাকেই প্রতিষ্ঠা দিতে নিত্য চলে আইনের দরবার !
সত্যি করে বল দেখি,  উপকার হয় কার ?  


সম্মানের বাঁচা নাকি ভিক্ষা ? কোনটা মানুষের বেশী দরকার
বুঝলে না এতদিনে ! সমাজ কি চায় উন্নয়ন না অন্ধকার !
ভিক্ষা পেতেই প্রতিশ্রুতির বন্যা !  সম্পর্ক নেই জন চেতনার
বেলাগাম কথায় বাড়াও দুর্যোগ, বলবে রক্ত ঝরে কার ?
টুকরো সুখ কেড়ে নিয়ে  করছ ছারখার কত সংসার    
সত্যি করে বল দেখি, উপকার হয় কার ?  


সোনারপুর
২০.০৪.২০২৪