স্বর্গ মর্ত পাতাল জুড়ে তিন ভুবনের পারে
কেগো তুমি, স্নেহের আঁচল বিছিয়ে সদাই
রাখ বাছায় কাছে কাছে অপার স্নেহে মুড়ে ।।


দৃষ্টি তোমার ভুবন জোড়া সবাই নয়ন মনি  
এক আঁচলেই রেখেছ ধরে সুখে দুখে
লক্ষ স্বাদের আহার-বাহার নিয়ে তৃষ্ণার পানি।।


সাজাও দেখি সব কিছুকে নিত্য নূতন ভাবে
চোখের কোণে শাষন কর যখন যেমন লাগে
গান শুনিয়ে আদর কর কাঁদলে বাছা রাগে ।।


পরশ তোমার সব খানেতেই স্নেহের আলিঙ্গনে
কান্না হাসির হাজার স্রোতে ভেসে প্রাণে প্রাণে
কোল পেতে দাও বাছায় তোমার ভীষন দুখের দিনে।।