বোলবে!! হে মহামতি  সাংসদ
গনতন্ত্রের একনিষ্ঠ সদা জাগ্রত প্রহরী  
বিপন্ন করে সাধারণ মানুষের জীবন – মান
আর কত রক্ত হলে মিটবে আশা, জয় হবে সুনিশ্চিত
অধিকার কেড়ে উড়াবে তোমার কাঙখিত বিজয় কেতন
ভুলুন্ঠিত গনতন্ত্রে দিকে দিকে বাজাবে আনন্দ লহরী।।

বোলবে!! হে মহামতি সাংসদ
তোমার ভুমিকা কি ? গনতন্ত্রের অধিকার রক্ষায়
মুখোশের আড়ালে কেবলি শয়তানি ফিস ফিসানি
নাকি সাধারনের রক্তে পা রাঙিয়ে যাবে ক্ষমতার মক্কায় !
ওড়াবে ফানুশ - সাধারনের দেওয়া করের টাকায়
সাদা পোষাকে, ঠান্ডা ঘরে - লকলকে জিভে চেটে যাবে
নামি-দামি খাবার, তৈরি হয়েছে যা সাধারন মানুষের মজ্জায় ।

বোলবে!! হে মহামতি সাংসদ
পাহাড় প্রমান মিথ্যা-চাতুরিতে কেড়ে গরীবের অধিকার
আর কতকাল, কতকাল চালাবে গুছিয়ে নেবার সংসার
বঞ্চিতেরা জাগছে, সাবধান, রেহাই পাবে কি তুমিও
যা কিছু আছে, সব ভালো কি তোমাদের পিতৃদত্ত অধিকার
এ দেশ সবার, হাজার বার অধিকার আছে শান্তিতে বেঁচে থাকার
দেখেছ কি ! তোমার শুভ্র পোষাকে নিরন্ন মানুষের রক্তের দাগ  
যা এক দিন শুসে নেবেই, তোমার অনধিকার বৈভব প্রাকার ।।